সারাবিশ্বে সাম্প্রদায়িক

সম্প্রীতির অনন্য উদাহরণ হবে না.গঞ্জ: এ্যাড. তৈমূর

নগরীর রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ ও আশ্রমের অন্যান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার।

বিবার (২৬ ডিসেম্বর) সকালে এড. তৈমূর এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আসন্ন এনসিসি নির্বাচনে সকলের প্রার্থনা কামনা করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমি দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। মুসলমান, হিন্দু, বোদ্ধ, খৃষ্টান সকল ধর্মের মানুষের কাছেই আমি আমার জন্য ভোট চাইছি। নারায়ণগঞ্জ চারশত বছরের একটা জনপথ। পৃথিবীর যে কোন অসাম্প্রদায়িক জনপথের মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। এখানে মুসলমানদের কবরস্থান, হিন্দুদের শশান এবং খৃষ্ঠানদের সমাধীস্থল একই সাথে পাশাপাশি অবস্থিত।

তিনি আরও বলেন, সারাবিশ্বে নারায়ণগঞ্জ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। যেখানে কেউ কারো জমি দখল করবে না, কেউ কারো উপর নির্যাতন করবে না। সবাই সবার ধর্ম শান্তিপুর্ন ভাবে পালন করবে।

এ সময় উপস্থিতি ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. জামাল হোসেন, জেলা যুবদলের সাবের যুগ্ম আহবায়ক গাজী সোহেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, নারায়ণগঞ্জ সদর ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, জেলা পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, মহানগর পরিবহন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, মনির হোসেন প্রমুখ।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ