ফতুল্লায় নৌকার দাপুটে জয়

ফতুল্লা ইউনিয়ন পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন। ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার আফরোজা খানুন রোববার (২৬ ডিসেম্বর) রাতে বেসরকারী ভাবে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

২৮ হাজার ৬৭৫ ভোট পেয়ে জয় পান খন্দকার লুৎফর রহমান। তাঁর নিকটতম প্রার্থী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. শাহজাহান আলী। সে হাতপাখা প্রতীক নিয়ে পেয়ে ছিলেন ১৪ হাজার ১৭৭ ভোট আর আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেন পেয়েছে ৩ হাজার ৩৮৬ ও ঘোড়া প্রতীক নিয়ে আলী আজম পেয়েছে ২ হাজার ৫৬৬ ভোট।

সকাল ৮টা থেকে ইউনিয়নটিকে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ৪৮ হাজার ৮০৪ ভোট পরে। ভোট প্রদানের সংখ্যা ছিল ৩৯:৬০। এর মাঝে বাতিল হয় ১৫৭ ভোট।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ