ঢাকামঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিন্নির বই সমর্থনে জনতার ঢল

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ২৮, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন নাসিক নির্বাচনে ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপার্থী শারমিন হাবিব বিন্নী বই প্রতীক পেয়েছেন। গত নাসিক নির্বাচনেও বই প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে তিনি প্রতীক বরাদ্ধ পান।এদিকে প্রতীক পাওয়ার পর কোর্ট চত্বর থেকে বিন্নিীর সমর্থকরা বিশাল মিছিল নিয়ে বের হন। মিছিলটি শরের চাষাড়াএলাকায় পৌছলে সেখানে অপেক্ষমান শত শত নারী পুরুষ বিন্নিীর মিছিলে যোগ দেন। মিছিল টি সেখান থেকে শুরু করে নগরীর আমলাপাড়া, নন্দিপাড়া,পালপাড়া,মাসদাইর ,কলেজ রোড হয়ে দেওভোগ পানির ট্যা্িক এলাকায় পৌছে। এসময় প্রতিটি এলাকা থেকেই বিন্নীর সমর্থকরা মিছিলৈ যোগ দেয়ায় বিশাল শোডাউনে পরিণত হয়। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কাউন্সিলর পার্থী বিন্নিকে দেখে ছুটে আসেন। তারা বলেন, সর্বস্তরের মানুষের কাছে একজন সাদা মনের মানুষ হিসেবে জায়গা করে নিয়েছে বিন্নিী। আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে আশা করেন। এসময় নিজের নেতাকর্মী ও ভোটারদের সহ সকলের ভোট ও দোয়া কামনা করছেন কাউন্সিলর পদপার্থী শারমিন হাবিব বিন্নী।স্থানীয়রা বলছেন, এবারের নির্বাচনেও বিন্নী বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন তিনি। এর কারন তিনি সবসময় সকলস্তরের লোকদের বিপদে আপদে তাদের পাশে দাড়িয়েছেন বাড়িয়ে দিয়েছে সহযোগিতা হাত। করোনাকালীন সময়ে নিজের ৩টি ওর্য়ার্ড এর হতদরিদ্রের মাঝে খাদ্যসহায়তা, নগদ অর্থ বিতরনও করেছেন তিনি। নিজ উদ্যোগে কর্মহীন অসচ্ছল ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খোজখবর রেখেছেন যাদের সংসারে সংকট দেখা দিয়েছিলো তাদেরকে ব্যক্তিগতভাবে সহযোগিতা দিয়েছেন। তাই গরীব অসহায় মানুষদের পাশে থাকার কারনেই আজ তিনি আমাদের উন্নয়নের রুপকার গরীবের বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।