নামাজ আদায়ের পর তৈমূর

সমর্থন পেয়েছি, দোয়া প্রয়োজন

নগরীর দ্বিগুবাবুর বাজার সংলগ্ন ফকিরটোলা মসজিদের মুসুল্লিদের কাছ থেকে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র (হাতি মার্কা) মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মুসুল্লিদের সাথে মাগরিবের নামাজ আদায়ের পর এড. তৈমূর এ দোয়া প্রার্থনা করেন। মসজিদের মুসল্লিরাও তাকে সমর্থন দেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

এ সময় মেয়র প্রার্থী এড. তৈমূর বলেন, আমি অনেক নেতাকর্মী ও জনগনের সমর্থন পেয়েছি, এখন শুধু আপনাদের দোয়ার প্রয়োজন রয়েছে। আপনরা সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সেবা করতে পারি।

উল্লেখ্য, আজ (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার ‘হাতি’ প্রতীক পেয়েছেন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ