আইভীর পছন্দ হাতি !

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসন্ন সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে যথারীতি নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক।

মঙ্গলবার প্রতীক পেয়ে এক প্রতিক্রিয়ায় তৈমূর আলম খন্দকার বলেন, ‘নৌকায় কিন্তু হাতি উঠলে, নৌকা ডুবে যায়। আমি এক আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করিনা’। এদিকে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেলেও মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সাথে থাকা ভ্যানিটি ব্যাগে হাতি’র ছবি দেখা গেছে। ছবি দেখে অনেকেই বলেছেন, ‘হাতি আইভীরও পছন্দ, তাই তার ভ্যানিটি ব্যাগে হাতির ছবি দেখা গেছে’। অবশ্য এবিষয়ে আইভী সমর্থকরা কোন মন্তব্য করতে রাজী জননি।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন। মুলত প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। ভোটযুদ্ধ শুরুতেই সাবেক মেয়র আইভীর ভ্যানিটি ব্যাগে হাতি’র ছবি দেখতে পেয়ে উজ্জীবিত তৈমূর আলমের কর্মী-সমর্থকরা বলেছেন, আইভীও হাতি প্রতীক পছন্দ করেন, তাইতো নৌকা প্রতীক বরাদ্দ নিতে এসে হাতি’র ছবি বহন করছেন তিনি।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ