ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

‘প্রার্থী এবার তৈমূর ভাই, ঘরে থাকার সময় নাই’

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২৯, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

‘আরে আম ভালা না জাম ভালা, তৈমূর ভাইয়ের মন ভালা’, ‘প্রার্থী এবার তৈমূর ভাই, ঘরে থাকার সময় নাই’, প্রচলিত এমন নানা নির্বাচনী স্লোগানে মূখরীত ছিল নাসিকের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১নং ও ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা। স্লোগানে স্লোগানে বিএনপি সমর্থীত হাজারো নেতাকর্মীরা নাসিকের মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী গণসংযোগে যোগ দেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে কাছে পেয়ে ব্যাপক উচ্ছ্বাসিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রবীন থেকে শুরু করে নব্য দলে যোগ দেয়া নেতারাও তার জন্য মাঠে নেমেছেন আঁট-ঘাট বেধে।

এদিকে প্রবীন নেতারা তাকে কাছে পেয়ে বলছেন, এবার পেয়েছি তৈমূরকে, আমরা নিজেরাই নামবো। নির্বাচন কি জিনিস নৌকাকে দেখিয়ে দেব। বিভেদ ভুলে সবাই এক হয়েছি। তৈমূরকেই তো প্রার্থী হিসেবে এতদিন চেয়েছি। আজ পেয়েছি। এরকম প্রার্থী যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকেন তাকে জয়ী করাতে আমাদের কোন বিভেদ থাকবে না। আমরা তো এক পরিবার। এবার পুরো সিটির উন্নয়নে তৈমূরকে সাথে নিয়ে কাজ করবো।

এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টি এইচ তোফা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক নেতা ইমাম হোসেন বাদল, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অখিল উদ্দিন ভুঁইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুদ্দিন শেখ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির, মহানগর ছাত্রদলের সহ সভাপতি জুয়েল রানা, সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভসহ বিএনপির, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন বলেন, এবার আরেকটি যুদ্ধ হবে আর সেটি হবে নগরবাসীকে সঠিক নাগরিক সেবা দেয়ার জন্য, সঠিক প্রার্থীকে মেয়র করার যুদ্ধ। আমরা তো জনগনের প্রার্থী নিয়ে এসেছি। জনগণ আমাদের সাথে আছে। মানুষ তো চায়না, ঠিকাদার চালিত মেয়রকে। মানুষ চায় জনগণ চালিত মেয়রকে আর সেই মেয়র এবার আমরা পেতে যাচ্ছি। প্রার্থী এবার তৈমূর ভাই, ঘরে থাকার সময় নাই।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।