ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মাঠে জেলা প্রশাসনের ৯ টীম

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২৯, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী আচারণ বিধি রক্ষার্থে মাঠে নেমেঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্টেট্রের নেতৃত্বে ৯টি টীম। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে (২৯ ডিসেম্বর) তারা মাঠে নামেন। সিটি করপোরেশনের টি ওয়ার্ডে তারা দায়িত্ব পালন করবেন।

মাঠ পর্যবেক্ষণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান, মেহেদি হাসান ফারুক, রাসেল নুর ও সানজিদা আক্তার গণমাধ্যম কর্মীদের জানান, নির্বাচনী মাঠে নিরপেক্ষতা যেন বজায় থাকে সে লক্ষে আমাদের টীমগুলো কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, সরকারি নির্দেশনা নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে টীমগুলো কাজ করছে। নির্বাচনী আচারণ বিধি ও আইন প্রয়োগে মাঠে ৯ টীম ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার বিকাল থেকে মাঠে নেমেছে। কোথাও কোন নির্বাচনী আচারণবিধি লঙ্গন হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করবে। নিরপেক্ষ নির্বাচনে টীমগুলো কঠোরভাবে প্রতিটি ওয়ার্ডে মনিটরিটং করবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।