জনগণের সঙ্গে বেঈমানির সুযোগ নেই

গাছতলা থেকে আমি জনগণের সঙ্গে: তৈমুর

গাছতলা থেকে আমি জনগণের সঙ্গে রয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

শুক্রবার (৩১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে প্রচারণাকালে এ মন্তব্য করেন তিনি। হাতি মার্কায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবার তৈমূর আলম। সিটি নির্বাচনে ৭জন মেয়র প্রার্থী থাকলেও হাতি মার্কা ও নৌকা মার্কায় মূল লড়াই হবে।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, ‘এই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রস্তাব আমিই দিয়েছি। আমি রিকশা ইউনিয়ন ও ঠেলাগাড়ি ইউনিয়ন করেছি। খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে আমি আমার জীবন কাটিয়েছি।’

তৈমুর আলম বলেন, এবার বিএনপির হস্তক্ষেপ নেই, এবার জনগণের ম্যান্ডেটে নির্বাচন করছি। যেখানে যাচ্ছি, আল্লাহর অশেষ মেহেরবানি-‘ সর্বত্র জাগরণ দেখছি’।

নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি যদি বসে যাই জনগণের বিচার কবরে গিয়ে হলেও করবে। জনগণের সঙ্গে বেঈমানি করার কোনো সুযোগ নাই। আপনাদের বুঝতে হবে আমি কোথায় আছি, কী পর্যায়ে কাজ করছি। এখানে বিএনপির সবাই আছেন। আমাদের দলের নেতাকর্মীরা নির্যাতিত। তারা জনগণকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হবে। নারায়ণগঞ্জে এবার গণবিপ্লব হবে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ