ঢাকারবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্র দখলের দিন শেষ

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ২, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হাতি মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, জনগনের সাথে সরকার পারেনা। জনগন নেমে গেছে। কেন্দ্র দখলের দিন, এজেন্ট বের করার দিন শীতলক্ষ্যায় ডুবে গেছে।

শনিবার (১ জানুয়ারি) সকালে বন্দরের ২১ ও ২২ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারনায় নেমে একথা বলেন তৈমুর আলম খন্দকার। বন্দরবাসীকে তৈমূর ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা মাঠে থাকবেন। কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়ার দিন শীতলক্ষ্যায় ডুবে গেছে। আর নৌকার প্রয়োজন হবে না। জনগনের প্রতীক জয়ী হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ব্যর্থতা হল সিটি করপোরেশন এখনও নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে একত্রিত করতে পারেনি। বন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঢাকার আগে নারায়ণগঞ্জ পৌরসভা সৃষ্টি হয়। বন্দর, কদমরসূল ও মদনগঞ্জ নিয়ে মদনগঞ্জ পৌরসভা ছিল। ৭৬ সালে নারায়ণগঞ্জের পশ্চিম পাশের সাথে বন্দরকে যুক্ত করা হয়। আগে বন্দরের গুরুত্বটাই ছিল বেশি। ১৮৮০ সনে বন্দরকে ফ্রী পোর্ট করা হয় তখন এর নাম হয় প্রাচ্যের ড্যান্ডি। সিটি করপোরেশনের কারণে বন্দর অবহেলিত।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।