জেলা আ.লীগের

২৯ সদস্যের নির্বাচনী কমিটি

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে আহবায়ক ও আবু হাসনাত মো. শহিদ বাদলকে সদস্য সচিব করে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি ) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাই।

আব্দুল হাই বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে বিজয়ী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করাই হলো আমাদের একমাত্র লক্ষ্য। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিবো।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, আজুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, আদিনাথ বসু, জাহাঙ্গীর আলম, খালিদ হাসান, এম এ রাসেল, ইসহাক মিয়া, রানু খন্দকার, মরিয়ম কল্পনা, বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, নুর হোসেন, ডা. মো. মিজান আলী, একেএম আবু সুফিয়ান, মো. নাসির উদ্দিন, হোসনে আরা বাবলী, মাহবুবুল ইসলাম রাজন, আমজাদ হোসেন, বিএম কামরুজ্জামান ফারুক, শাহাদাত হোসেন সাজনু, শামসুজ্জামান ভাষানী, সাদেকুর রহমান, মজিবুর মন্ডল, ইউসুফ ভূঁইয়া ননী।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ