ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: তৈমূর

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৯, ২০২২ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে যদি রাস্তার একটা ভিখারি সমর্থন দেয়, সেটা আমি মাথা পেতে নেব। ’রবিবার (৯ জানুয়ারি) সকালে ১২নং ওয়ার্ডে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তৈমূর বলেন, ‘সরকারি দলের মধ্যে যে কোন্দল রয়েছে, এতে আমার লস কী? সবাই এগিয়ে আসছে। তারা কি ট্যাক্স দেয় না? তারা কি পানি খায় না? রাজনীতি পরের বিষয়। আগে এটা আমাদের নিজস্ব এলাকা এটা নিজের শহর। সংখ্যালঘু বলতে আমি কিছু বুঝি না। সকলে বাংলাদেশের নাগরিক। তবে মসজিদ-মন্দিরের জায়গা দখল হয়েছে বলে নারায়ণগঞ্জবাসীর একটা অভিযোগ আছে।’

তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। এর মাধ্যমে নানান আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তবে আমি নারায়ণগঞ্জের জনগণকে আশ্বস্ত করতে চাই। নারায়ণগঞ্জের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস। এ নারায়ণগঞ্জে কখনো সরকারি দলের প্রার্থী পাস করে না। বিএনপির আমলেও সরকারি দলের প্রার্থী পাস করেনি। আইভী যে ২০১১ সালে পাস করেছে, সেটা বিদ্রোহী প্রার্থী হিসেবে পাস করেছে। দল তখন কেন আমাকে বসিয়ে দিয়েছে, তা তো জানি না। তবে মওদুদ সাহেব এসে বলেছিলেন শামীম ওসমানকে ফেল করানোর জন্য তৈমূরকে বসিয়ে দিয়েছি।’

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।