ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইমারী শিক্ষকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া উচিত

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ১১, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া উচিত। তাহলে এলাকা অপরাধ প্রবণতা একদমই থাকতো না। কারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোন সময়ই মারামারি কিংবা জনস্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকে না। অন্যের সন্তানদের নিজের সন্তানের মত গড়ে তোলে। অন্ধজনের দেহে আলো দিয়ে থাকে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত ৯ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন অফিস সহকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এসব কথা বলেন।

উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ‚ইয়া, মেয়র সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, ইউপি চেয়ারম্যান লাক মিয়া, আবু তালেব মোল্লা, আলী হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, আপনারা পুরো উপজেলার অভিভাবক। সবাই মানুষ গড়ার কারিগর। যাদের হাত ধরে পুরো উপজেলায় আলোকিত। আপনারা শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। আজকের এই বিদায় অনুষ্ঠান একটি উপজেলায় মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে সাংসদ ৯ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ১ জন অফিস সহকারিকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করেন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।