ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ফতুল্লায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
জানুয়ারি ১২, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লায় দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ফতুল্লা বাজার ও পাগলা বাজারে পরিচালিত অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান, সদর উপজেলার পাগলা বাজার ও ফতুল্লা বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

তবে অবৈধ ভাবে দই তৈরী এবং পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে ‘পাগল নাথ মিষ্টান্ন ভান্ডার’  কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৩ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে পাণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল নূল ট্রেডার্সকে ৩৮ধারায় ৩ হাজার টাকা টাকা জরিমানা আরোপ ও  আদায় করা হয়েছে ।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।