নতুন ডিসি’র দায়িত্ব গ্রহন

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মঞ্জুরুল হাফিজ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছ থেকে নবাগত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ গত বছরের ২৭ সেপ্টেম্বর চাপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব পদে ছিলেন।

সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গত বছরের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি বরগুনার জেলা প্রশাসক ছিলেন। এক বছরের মাথায় তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ