ঢাকাবৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে পুলিশ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ২০, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে পুলিশের গাড়ি পুকুরে ফেলে দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) পনিতে ডুবে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। জেলা পুলিশের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।তিনি বলেন, কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সভাপতি, জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহরিয়ার হাসান ও ডিএসবি শাখার ডিআইও-২ মো: হুমায়ুন কবির খানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া সেই আসামিকে ঘটনার তিনদিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে, গত সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় পুলিশের গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যান আসামি। এ সময় দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।