অজ্ঞান পার্টির খপ্পরে সাংবাদিক সামন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন মানবজমিন পত্রিকার ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক সামন হোসেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়াম ক্রীড়া লেখক সমিতি থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার সহকর্মী কাজী সুমন জানান, সামনের বাড়ি নারায়ণগঞ্জ খানপুরে। ক্রীড়া লেখক সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন তিনি। বিকেলে শীতল পরিবহনের বাসে করে নারায়ণগঞ্জ থেকে স্টেডিয়াম ক্রীড়া লেখক সমিতিতে আসছিলেন। গাড়ির মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তার উপর চেতনানাশক কিছু প্রয়োগ করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। গুলিস্তানে ওই সমিতির কার্যালয়ের সামনের রাস্তায় নেমে একাই ভেতরে যান। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে স্টোমাক ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ