ঢাকাশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
জানুয়ারি ২১, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জে নিয়ামত উল্লাহর বসতবাড়িতে প্রতিপক্ষরা হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের কুড়িয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে নিয়ামত উল্লাহর স্ত্রী মিতু আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, নিয়ামত উল্লাহর সঙ্গে প¦ার্শবর্তী বাড়ির রাসেল প্রধানের দুইশতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধওে বিরোধ চলে আসছে। এরই জের ধওে রাসেলের ভাড়াটে সন্ত্রাসীরা আমির হামজা ওরফে হাছেন, আনিছুল্লাাহ, রফিকুল ইসলাম, সুমন ও আজিজুল হক নিয়াম উল্লাহর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় সন্ত্রাসীরা নগদ আড়াই লাখ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মামলামাল লুটে নেয়।

অভিযুক্ত রাসেল প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ামত উল্লাহর সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে। হামলা, ভাংচুরের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য বাড়িঘর ভাংচুরের মিথ্যা নাটক সাজিয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।