ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মামলায় আসামীরা অধরা, ধারালো অস্ত্র উদ্ধার

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ৩০, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

মদনগঞ্জ লক্ষারচড় এলাকায় পুনাইনগর এলাকার টুটুল মিয়ার ছেলে আরমানের সাথে মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার সেরআলমের ছেলে ইয়াছিনের সাথে মোবাইল সন্ত্রান্ত বিরোধকে কেন্দ্র করে হোসিয়ারী কর্মী কবির(৩০)সহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনার ৩দিন পেরিয়ে গেলে এখনও অধরা স্থানীয় সন্ত্রাসী ক্যাপ রোমানগং। বর্তমানে মদনগঞ্জ লক্ষারচর এলাকার গুরুতর আহত কবির, বাতেন, সাগর, রনি, শাহাদাৎ, রুবেল, সজিব, ইমরানসহ কয়েকজন উন্নত চিকিৎসা নিতে ঢামেকে ভর্তি আছে বলে জানা যায়।

গত শনিবার গুরুতর আহত কবির হোসেন বাদী হয়ে বন্দর থানায় অভিযুক্ত সন্ত্রাসী ক্যাপ রোমানসহ ৮/১০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯(০১)২২ইং। তবে মদনগঞ্জ পুলিশ মামলার এজাহার পেয়ে গত শনিবার সন্ত্রাসী হামলায় ঘটনার সাথে জড়িত আসামী সাইদুর ও শিপলুর বাড়ি তল্লাশী চালিয়ে ধারালো অস্ত্র চাপাতী ও চাকু উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার পর থেকেই আসামীরা পালিয়ে বেরাচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

জানাগেছে, কলাগাছিয়া পুনাইনগর এলাকার টুটুল মিয়ার ছেলে আরমানের সাথে মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার সেরআলমের ছেলে ইয়াছিনের সাথে মোবাইল সন্ত্রান্ত বিরোধকে কেন্দ্র কওে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে মদনগঞ্জ লক্ষারচর এলাকার কবির হোসেনের সাথে একই এলাকার ক্যাপ রোমানের হাতাহাতি হয়।

গত শুক্রবার মোবাইল সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে আবারো বাক বিতন্ডা ঘটে। এরই জের ধরে মদনগঞ্জের উঠতি বয়সের উশৃঙ্খল যুবকদের মততদাতা সন্ত্রাসী ক্যাপ রোমান সংঘবদ্ধ হয়। কিছুক্ষনের মধ্যে ক্যাপ রোমানের নেতৃত্বে শিপলু, সাইদুর, শিমুল, শুভ, সালমানসহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্র-সস্ত্রে সুসজ্জিত হয়ে মদনগঞ্জ লক্ষারচর এলাকার কবিরের বাড়িতে হামলা চালায়। এ সময় ক্যাপ রোমানের নেতৃত্বে সন্ত্রাসীরা কবির, বাতেন, সাগর, রনি, শাহাদাৎ, রুবেলসহ প্রায় ৬/৭জনকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে আসবাবপত্র ভাঙ্গচুর, লুটতরাজ করলে আহতদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের দ্রæত বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসালয়ে পাঠানো হয়। গুরুতর আহতদের ঢামেকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এখনও মদনগঞ্জ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে,এ হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহার ভূক্ত আসামীরা পলাতক রয়েছে। আমরা ঘটনার সাথে সম্পৃক্ত আসামী সাইদুর ও শিপলুর বাড়িতে তল্লাশী চালিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।