৭০ বছরেও হলো না ভাষা সৈনিকদের তালিকা

ঢাকার কাছাকাছি হওয়ায় রাজধানীর আন্দোলন-সংগ্রামের উত্তাপ বরবারই নারায়ণগঞ্জে ছড়িয়েছে। ব্যতিক্রম ছিল না মহান ভাষা আন্দোলনেও। ১৯৫২ সালে তৎকালীন মহকুমা শহর নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের ব্যাপকতা ছিল অনেক। তবে নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছিলেন তাদের তালিকা জেলা প্রশাসনের কাছে নেই। ফলে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় কর্মসূচির বাইরে ভাষাসৈনিকদের নিয়ে আর কোনো আয়োজন পরিলক্ষিত হয় না। এদিকে সঠিক তালিকা না থাকায় অনেক ভাষা সৈনিকের নাম হারিয়ে গেছে স্মৃতির পাতায়। অন্যদিকে প্রতি বছরই জীবিত ভাষা সৈনিকদের সংখ্যা কমছে। অনেকেই জীবন সায়াহ্নে পৌঁছেছেন।

জানা যায়, নারায়ণগঞ্জের ‘সুধীজন পাঠাগার’ নিজস্ব উদ্যোগে ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে ভাষা সৈনিকদের একটি তালিকা করেছিল। ওই তালিকায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১১০ জন ব্যক্তির নাম পাওয়া যায়। ওই সময় জেলা প্রশাসনও উদ্যোগ নিয়েছিল ভাষা সৈনিকদের তালিকা করার। ওই তালিকা সংরক্ষণ করেননি তারা। জেলা প্রশাসনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, ভাষাসৈনিকদের কোনো তালিকা তাদের কাছে নেই।

সুধীজন পাঠাগারের তালিকায় রয়েছে আসগর হোসেন ভূঁইয়া, জানে আলম, দাইম উদ্দিন আহামেদ, সুলতান মাহমুদ মল্লিক, মুস্তাফা সারওয়ার, লুৎফর রহমান, মশিউর রহমান, নাসিরুল্লাহ, মোতালিব, আফজাল হোসেন, সৈয়দ আকমল আফেন্দি (দুলু আফেন্দি), আব্বাছ আলি, গফুর চৌধুরী, ওয়াহিদ মিয়া, খাজা জহিরুল হক, বশির উদ্দিন আহমেদ, মোস্তফা মনোয়ার, মোয়াজ্জম হাসান জামিল, শাহাবউদ্দিন, মোসলেহউদ্দিন, নূরউদ্দিন আহমেদ, কবি হাফিজউদ্দিন, আক্কাছ আলি, পিয়ার মাহমুদ, আবদুল মান্নান, ক্বারী আমিরুল্লাহ, গোলাম মোর্শেদ ফারুকী, সরাফত আলি, বেগম মনিমালা, বেগম আয়েশা আক্তার জালাল, খোন্দকার নোয়ার আলি, রুহুল আমিন, জয়নাল আবেদিন খান, জাস্টিস (অব.) বদরুজ্জামান, আব্বাছ আলী, এমদাদ হোসেন শিল্পি, আবু নাসের ওয়াহিদ, কবি হাফিজ উদ্দিন, গোলাম আলী, আবুল খায়ের, আনোয়ার, মোখলেসুর রহমান, ওয়ালি উদ্দিন, ইমাম হোসেন ঘাইনা, ডা. আ. রহমান, টি হোসেন, সফিউদ্দিন মৃধা, সাংবাদিক হানিফ খান, জয়নাল আবেদীন খান, কালু (এমপি আউয়ালের ভাই), সিরাজ ভূঞা, হাজী মুজাফফর আলী, সাদে আক্কাছ, শ্রী চন্নু গুহ, আমিনুল নোয়াব, আমানুল্লাহ খান, লোকমান হেকীম, মতিউর রহমান, শেখ মিজানুর রহমান, আ. সালাম, আওলাদ হোসেন, নুরুউদ্দিন, ফিরোজা বেগম, আয়েশা বেগম (বেলু), খান সাহেব ওসমান আলী, এ কে এম শামসুজ্জোহা, এম এন এ আবদুল আউয়াল, আলমাছ আলী, শফি হোসেন খান, মফিউদ্দিন আহাম্মদ, বজলুর রহমান, আবদুল লতিফ, রইস উদ্দিন, মজিবর রহমান, নাজির মোক্তার, হাবিবুর রশিদ, নূরুল ইসলাম মল্লিক, ফয়েজ আহাম্মদ, সম্বল মিয়া, বাদশা মিয়া, নাছির উদ্দিন আহমেদ, আমীর আলী মিয়া, শামসুর রহমান, কুর্মি, হাবিবুর রহমান (টুক্কু), সফর আলী, কাজী আবুল কাশেম, সফিউদ্দিন আহামেদ, টি হোসেন, আ. হালিম, কালু ভূঞা, আলা বক্স, হাদিস মোল্লা, নূর মোহাম্মদ, বিলাস (বিলাইস্যা পাগলা), মোনায়েম হোসেন, জানে আলম (ছোট), রমিজউদ্দিন, হাজী আফতাব উদ্দিন, মমতাজ বেগম, ফিরোজা বেগম, ইলা বকশী, আয়েশা বেগম, বেগম মেহেররুন্নেছা (মেহের), রিজিয়া বেগম (রাওয়াল পিন্ডি), ডা. মজিবুর রহমান, শ্রী নিখিল সাহা, আবু বকর চৌধুরী, আ. মান্নান, তাজামুল্লাহ খান, আইজ উদ্দিন আহাম্মদ-এর নাম। এদিকে শুধু নারায়ণগঞ্জের প্রশ্নে নয় সারাদেশে ভাষা আন্দোলনের ক্ষেত্রে অবিস্মরণীয় মমতাজ বেগমের নাম। তৎকালীন সময় তিনি নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জে নারীরা অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বিকেলে শহরে রহমতউল্লাহ ইনস্টিটিউটের সামনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সমাবেশে মর্গ্যান স্কুলের ছাত্রী ও শিক্ষকদের নিয়ে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন মমতাজ বেগম। এর পূর্বে কখনও নারায়ণগঞ্জে নারীদের মিছিল সংগঠিত হয়েছে বলে জানা যায় না। শিল্পী মুস্তাফা মনোয়ার ভাষা আন্দোলনের সময় নারায়ণগঞ্জ হাইস্কুলে নবম শ্রেণিতে পড়তেন। তাঁর চিত্র ও কার্টুন সম্বলিত পোস্টারে ছেয়ে যায় শহর। নারায়ণগঞ্জে বা দেশের অন্যত্র ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং ভাষা আন্দোলন নিয়ে পরবর্তীকালে গবেষণা করেছেন এমন ব্যক্তিদের বয়ানেও উঠে এসেছে নারায়ণগঞ্জের কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ভাষা আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষের ভূমিকা নিয়ে তাঁর আত্মজীবনীতে লিখেছেন। তবে ভাষাসৈনিকদের কেনো তালিকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে নেই। যদিও ভাষাসৈনিক মমতাজ বেগমের স্মরণে শহরে সড়কের নামকরণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। একইভাবে এ কে এম শামসুজ্জোহা, তার স্ত্রী নাগিনা জোহার নামেও সড়ক রয়েছে। শহরের একটি সড়ক ভাষাসৈনিক সড়ক হিসেবে নামকরণ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ বলেন, সুধীজন পাঠাগারের পাশাপাশি একবার জেলা প্রশাসনও ভাষাসৈনিকদের তালিকা করার উদ্যোগ নিয়েছিল। সেই সময় জেলা নাজির মাইনুল হক এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তালিকা করে ভাষাসৈনিকদের সংবর্ধনাও দেয়া হয়েছিল। পরবর্তীতে হয়তো এই তালিকা তারা সংরক্ষণ করেনি।

জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বর্তমান নাজির প্রাণকৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, জেলা প্রশাসনে ভাষাসৈনিকদের কোনো তালিকা নেই। পূর্বে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা তিনি জানেন না।

এই বিষয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী বলেন, মন্ত্রণালয়ে কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশের ভাষা সৈনিকদের তালিকা থাকতে পারে। তবে জেলা পর্যায়ে এই ধরনের তালিকা হয়নি। তবে এই তালিকা করার বিষয়ে জেলা প্রশাসন উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে।

সঠিক তালিকাই নয় ভাষা আন্দোলনের তৎকালীন প্রেক্ষাপট নিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীদের রচিত বইও তেমন একটা নেই। তবে গত ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির লেখা ‘নারায়ণগঞ্জে ভাষা আন্দোলন’ নামে একটি বই প্রকাশিত হয়। ওই বইয়ে ভাষা সৈনিকদের তালিকা প্রকাশ নিয়ে লেখক লিখেছেন, ‘ভাষা সৈনিকের প্রশ্নে বিতর্ক রয়েছে। যেমনি বিতর্ক রয়েছে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বিতর্কের কারণ হচ্ছে সরকারের আর্থিক সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান। কিন্তু ভাষা সৈনিকদের ক্ষেত্রে সে আর্থিক বা অন্য কোনো সুযোগ-সুবিধার প্রশ্ন না থাকলেও এখানে সমস্যাটি অন্য জায়গায়। ভাষায় আন্দোলন সময় কী ভূমিকা থাকলে তাকে ভাষাসৈনিক বলা যাবে তার সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই।’

রফিউর রাব্বি আরও লেখেন, ‘কয়েক বছর আগে সারাদেশের ভাষাসৈনিকদের একটি তালিকা প্রণয়নের জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ভাষাসৈনিক আহমদ রফিককে আহ্বায়ক করে এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু তালিকা তৈরি হয়নি।’

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ