বিদ্যালয়ের পাশে ইটভাটা

অর্ধ কোটি টাকা জরিমানা : ইটভাটা বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জে ১১ ইটভাটাকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। একই সাথে ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারী) সদর উপজেলার পূর্ব গোপালনগর ও ধর্মগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ইটভাটা গুলো হচ্ছে মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারার, এ এস বি ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস, মেসার্স এস এস ব্রিকস, এ এন এস ব্রিকস, মেসার্স চিস্তিয়া সাবেরিয়া ব্রিকস, মেসার্স এন বি  এম ব্রিকস, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স নিজাম উদ্দীন ব্রিকস ও মেসার্স তাজ ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারে মধ্যে ইটভাটা পরিচালনা নিষেধ। উল্লেখিত ইটভাটাগুলোর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটার দুরত্বের মধ্যে অবস্থিত। এছাড়াও  ইটভাটাগুলো চালানো জন্য হালনাগাদ পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছিল না। পাশাপাশি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের কারণে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের প্রধাণ কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ভাটাগুলোর প্রতিটিকে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা ধার্য্য করা হয় এবং তাৎক্ষণিক ধার্যকৃত জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ