নারায়ণগঞ্জের ফতুল্লা ভুইগড় এলাকায় ২৮ পিস ইয়াবাসহ গোলাম রাব্বি(২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে ভুইগড় এলাকার লিয়াকত আলীর চায়ের দোকানের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম রাব্বি উক্ত এলাকার হাজী ওবায়েদুল হকের ভাড়াটিয়া মো. আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ পরিদর্শক মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স ভুইগড়ের লিয়াকত আলীর চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে পুলিশ ২৮ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানান হয়েছে।