সিদ্ধিরগঞ্জে গুজা লিটন বাহিনীর তান্ডব

সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি মো. লিটন আহমেদ ওরফে গুজা লিটন বাহিনীর হামলার শিকার হয়ে আল মাহমুদ নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, গুজা লিটন বাহিনীর সদস্য মোঃ রাকিব (২৬) ও সোহেল (৩৫) আরো ৭/৮ জন গত ১ ফেব্রুয়ারী আদমজী মুনলাইট এলাকায় সন্ধ্যা অনুমান ৭টায় আল-মাহমুদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এসময় তার সাথে থাকা এন্ড্রয়েড মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়া যায়। তার শারীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফয়সাল আলম বলেন, উক্ত মারামারির ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।’

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ