নারায়ণগঞ্জ জেলায় জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান। তিনি ২০২২ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অসামান্য অবদানের জন্য নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জেলা পুলিশ লাইনস মিলনায়তনে জেলার মাসিক কল্যাণ সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ জামানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।