ঢাকাসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে বাসচাপায় নিহত মিশুক চালক

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত রিকশা (মিশুক) চালক নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ত্রিপরদী এলাকার মেঘনা অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুভাষ চন্দ্র দাস (৩৯)। সে কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা এলাকার অগন্তি দাশের ছেলে। সে টিপরদী এলাকায় ভাড়া থাকতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার টিপরদীতে মেঘনা অর্থনৈতিক অঞ্চলের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রিকশাচালক সুভাশ চন্দ্র দাস মারা যান। তার ব্যাটারিচালিত রিকশাটি বাসের চাপায় ধুমড়ে-মুচড়ে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব: ১৫-৫৮৮৫) আটক করা হয়েছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।