সোনারগাঁয়ে বাসচাপায় নিহত মিশুক চালক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত রিকশা (মিশুক) চালক নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ত্রিপরদী এলাকার মেঘনা অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুভাষ চন্দ্র দাস (৩৯)। সে কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানা এলাকার অগন্তি দাশের ছেলে। সে টিপরদী এলাকায় ভাড়া থাকতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার টিপরদীতে মেঘনা অর্থনৈতিক অঞ্চলের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত পথে আসা ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই রিকশাচালক সুভাশ চন্দ্র দাস মারা যান। তার ব্যাটারিচালিত রিকশাটি বাসের চাপায় ধুমড়ে-মুচড়ে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব: ১৫-৫৮৮৫) আটক করা হয়েছে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ