সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড় চিটাগাংরোড টু সোনারগাঁয়ের মোগড়াপাড়া মহাসড়কে চলাচলরত নাফ পরিববহনে (মিনিবিাস) কোম্পানীর কর্তৃক অতিরিক্তি চাঁদা আদায়ের প্রতিবাদে অর্ধ দিবস নাফ পরিবহন বন্ধ রেখে প্রতিবাদ জানায় গাড়ি চালকরা। গতকাল মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ৮ ঘন্টা মহাসড়কে নাফ পরিবহন চলাচল বন্ধ থাকে। নাফ পরিবহনের গাড়ি চালক ও মালিকরা অভিযোগ প্রতিদিন নাফ পরিবহনের প্রতিটি থেকে ৯০০ টাকা করে জিপির নামে চাঁদা আদায় করে নেয়। এবং কোন গাড়ি ভর্তি করতে হলে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা ভর্তি ফি নিয়ে থাকে। অতিরিক্তি চাঁদা আদায় করার কারণে গাড়ির মালিক ও চালকরা রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। এ রুটে ৬০ টির বেশী নাফ পরিবহন চলাচল করছে বলে জানাগছে যার অধিকাংশ গাড়ির বৈধ কোন রুট পারমিট নেই বল গাড়ি চালক ও মালিকরা জানায়। তাদর দাবি জিপির নামে অতিরিক্তি চাঁদা বন্ধ করার দাবি জানান । হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলম বলেন,নাফ পরিবহনের ম্যানেজমেন্ট ও গাড়ি চালকদের বিষয় তারাই ভাল বলতে পারবে কেন গাড়ি বন্ধ রেখেছে। কিন্তু নাফ পরিবহনের সুপার ভাইজার মোঃ সুমন বলেন,গাড়ি চালক ও মালিকদের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। সুমন বলেন, চাঁদাবাজি ও জিপি নামে কিছুই করা হয়না,আমরা গাড়ির মালিকদের সাথে আমাদের কন্ট্রাক্ট রয়েছে আমরা গাড়ির মালিকদের দৈনিক ২০০০ টাকা দিচ্ছি এবং ব্যবস্থাপনা লাইনখরচ, লইনম্যানদের বেতন, সুপার ভাইজারদের বেতন এবং পুলিশী ঝামেলাসহ বিভিন্ন খরচের জন্য এর জন্য ৬০০ টাকা করে নেওয়া হয়।প্রতিটি গাড়ি দৈনিক ৬ হাজার টাকার ও বেশী উপার্জন করছে এক্ষেত্রে গাড়ি চালকরা ও হেলপাররা পাচ্ছে গাড়ি প্রতি ৩৪০০ টাকা। তা থেকে তেল খরচ বাদ দিলে গাড়ি চালক ও হেলাপারদের প্রায় ২ হাজার টাকা করে থাকছে তবুও তারা এই অতিরিক্তি লাভের জন্য অযথা ঝামলা করার চেষ্টা করেছে মাত্র। সুমন আরও জানায় গাড়ি চালকদের ২৬০০ টাকা থেকে জমা আরও নাফ পরিবহনের ম্যানেজমেন্ট আরও ২০০ টাকা জমা কমিয়ে দেওয়ার আশস্বাস দেওয়ার পর নাফ পরিবহনের গাড়ি দুপুরের পর পুনরায় চলাচল শুরু হয়েছে।
সড়কে চাঁদাবাজির প্রতিবাদে বন্ধ নাফ পরিবহন
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।