রাজউকের প্লান না মেনে সিদ্ধিরগঞ্জে বহুতল বভন নির্মাণ

সিদ্ধিরগঞ্জে পাইনাদী ওয়াকসপ্ মোড় এলাকায় রাজউকের প্লান অমান্য করে বহুতল বভন নির্মাণ করায় তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন প্রবাসী লুৎফুর রহমান। 

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লা আব্দুর রহিম মেম্বার ওয়াকসপ সংলগ্ন দক্ষিন পাশে প্রবাসী লুৎফুর রহমানের ১২’শতাংশ জমি রহিয়াছে। বিবাদী মো. নুরুল ইসলাম(৭০) ও তার ছেলে রাসেল(৫০) প্রবাসী লুৎফুর রহমান ও তাদের বাড়ির মধ্যেখানে কোন ফাঁকা জায়গা না রেখে শিমানা ঘেসে রাজউক নিয়ম বর্হিভূত ভাবে বাড়িতে বহুতল বভন নির্মাণ কাজ করছে মো. নুরুল ইসলাম ও তার ছেলে রাসেল। আমি একজন প্রবাসী আমি দেশে না থাকায় বিবাদীরা সেই সুজুগ ব্যবহার করে জোড় পূর্বক বহুতল বভন নির্মাণ করেন। আমার লোকজন বহুবার তাদেরকে রাজউক নিয়ম নিতিমালা অনুযায়ী কাজ করিতে বললে তারা কোন কর্ণপাত করে নি। গত ১৫’জানুয়ারী আমি দেশে আসি। আসার পর বিবাদীদেরকে একাদিক বার নিয়ম নিতি মেনে কাজ করার জন্য বললে তার আমার কথা শোনে না। গতকাল মঙ্গলবার বিকেলে আমি বিবাদীদের কাজে বাধাঁ দিতে গেলে তারা আমাকে খুন জখমের হুমকি দিয়ে তারিয়ে দেয়। বিবাদীরা নিয়ম নিতি তোয়াক্কা না করে তাদের বাড়িতে কোন জমি না ছেড়ে কাজ করিবে। বাধাঁ দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে অভিযোক্ত রাসেলের মোবাইলে একাদিক বার ফোন দিলেও তা রিসিভ করেননি।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ