ঢাকাবৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বড় ষড়যন্ত্রের মধ্যে পড়েছি আমরা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ১০, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

‘সারাদেশ নিয়ে একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। তবে, সেই ষড়যন্ত্র সরকার পরিবর্তনের না। ষড়যন্ত্রটা হচ্ছে বড় বড় পরাশক্তিদের খেলার মধ্যে আমরা পড়েছি। আমরা একটি ভূগোলিক অবস্থার কারণে এই ষড়যন্ত্রে পড়েছি। এখানে আমাদের বিশ্বস্ত বন্ধু আছে, আশেপাশে অবিশ্বস্ত বন্ধুও আছে। তাই সকলকেই ষড়যন্ত্র প্রতিরোধে সচেতন থাকতে হবে।’

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাত ও পরিচিতি সভায় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, আমাদের মাতৃভূমিতে বিএনপির সময় বিদেশী সন্ত্রাসীরা স্থান পেয়েছিল এটাও সত্য, এদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল, এটাও সত্য। সেই অবস্থা থেকে আজকে এই অবস্থানে দেশকে নিয়ে আসা, এটা চাট্টিখানি কথা না। বঙ্গবন্ধুর কণ্যার কারণেই এটা সম্ভব হয়েছে। করোনার আগে আমাদের জিডিপি সাড়ে ৮ শতাংশে চলে গিয়ে ছিল। পদ্মা সেতু হওয়ার পরে এটা ১০ এর উপরে চলে যেতো। এটা কেউ হালকা ভাবে দেখে না। এটা সারা বিশ্ব বলে- ‘বাংলাদেশ থেকে শিক্ষা নিতে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জেনে নিতে।’

শামীম ওসমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদের যৌবন শেষ হয়ে বিচার চেয়ে। আপনাদেরও ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে।  সেটা নির্ভর করছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। যদি উনি ভালো থাকে, তাহলে দেশের রাজনীতিটা ভালো থাকবে, মাথা উঁচু করে দেশ দাঁড়িয়ে থাকবে। উনাকে তো কম বার মারার চেষ্টা করা হয়নি। কিন্তু কে বাঁচিয়েছে, নিশ্চই আল্লাহ। আল্লাহ না বাঁচালে তো আজকে উনি বাঁচতেন না, আমাদেরকেও তো মারার চেষ্টা করা হয়েছে। আমার সাথের লোকজন অনেকেই মারা গেছে। আমি বেঁচে আছি, কে বাঁচিয়েছে, নিশ্চই আল্লাহ। আল্লাহ বাঁচিয়েছে নিশ্চই কিছু করার জন্য।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউপি চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক রাফেল, সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ ওয়ার্ড মেম্বর ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।