চার হাজার ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেনোয়ারা বেগম (২২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত সেনোয়ারা বেগম কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্প গ্রামের মৃত আলী আহম্মদেও মেয়ে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩’র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

ফারজানা হক জানান, সেনোয়ারা বেগম ঢাকা অভিমুখে ইয়াবা ট্যাবলেট এর চালান বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জে বিশেষ চেকপোষ্ট স্থাপন ও তল্লাসীর মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে মহিলা র‌্যাব সদস্য দ্বারা তল্লাশী করে তার ডান হাত হতে ১ টি কালো রংয়ের ভ্যানিটি ব্যাগের ভিতর হতে ৪২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সেনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ কক্সবাজার ও নোয়াখালী হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ