ঢাকামঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নীট সেক্টরে রপ্তানি আয় কমার আশঙ্কা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

পানি ছাড়া জীবন চলে না। গ্যাস ও বিদ্যুৎও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু খাল-বিল-নদীর দেশে দাম চড়ছে পানির। দফায় দফায় বাড়ছে অন্য দুইটি পণ্যের দামও। ধীরে ধীরে এসব যেন চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। অতি প্রয়োজনীয় পণ্যগুলোর দাম গত ১২ বছরে বেড়েছে দুই থেকে আড়াই গুণ।

এদিকে, বাংলাদেশে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ালে চাপের মধ্যে পড়বে শিল্পোদ্যোক্তারা এবং এ কারনে উৎপাদন ও রপ্তানি কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দেশের শীর্ষ নিট পোশাক রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

কেননা দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ হচ্ছে শিল্প। করোনার এমন একটি সময়ে এই খাতের মধ্যে বিরুপ প্রভাব দেশের অর্থনীতির জন্য বড় আঘাত আনতে পারে বলেও মনে করছেন অনেকে।

দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা মোহাম্মদ হাতেম বলেন, বৈশ্বিক মহামারী করোনার কশাঘাতে শিল্পোদ্যোক্তারা বিপদের মধ্যে আছেন। এমন পরিস্থিতিতে নতুন করে দাম বাড়ালে পণ্য উৎপাদন খরচ বেড়ে যাবে। ওই বাড়তি দাম ক্রেতাদের কাছ থেকে পাওয়া যাবে না। এর ফলে উদ্যোক্তারা উৎপাদন কমিয়ে দিবেন। রপ্তানি কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

মোহাম্মদ হাতেম আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বাংলাদেশেও করোনার ভয়াবহতা বাড়ছে। পণ্য উৎপাদনের কাঁচামাল বাড়তি দামে কিনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে গ্যাস বিদ্যুৎ ও পানির দাম বাড়লে উদ্যোক্তারা দিশাহারা হয়ে পড়বেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো যৌক্তিক হবে না।

বিকেএমইএর এই নির্বাহী সভাপতি বলেন, শিল্পোদ্যোক্তারা করোনার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি। ঋণের জালে জর্জরিত। শিল্পোদ্যোক্তাদের বাঁচাতে হলে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তাছাড়া শিল্পের সঙ্গে দেশের কোটি মানুষ জড়িত। এসব সাধারণ মানুষের ওপরে বাড়তি চাপ পড়বে, যা শিল্পোদ্যোক্তারা সামাল দিতে পারবে না। শিল্প বাঁচানো কঠিন হয়ে পড়বে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।