খাস জমি উদ্ধারে আড়াইহাজারে বিশেষ অভিযান

সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে আড়াইহাজার উপজেলা প্রশাসন। বিশেষ উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছে উপজেলার বাসিন্দারা।

বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আরাফাত মোহাম্মদ নোমান।

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান বলেন, উপজেলার চৈতনকান্দা বাজার ও আশে-পাশে ৩৬ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে স্থানীয়রা ভোগ দখল করে আসছিল। গোপনে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। চৈতনকান্দা বাজারে মুবিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রদানের লক্ষ্যে অপদ খলীয় সরকারি জমি উদ্ধারের জন্য এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার উপজেলা যেসব এলাকায় সরকারি জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে তা উদ্ধার করে গৃহহীনদের ঘর দেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ