সোনারগাঁয়ে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ ডাকাত গ্রেপ্তার

সোনারগাঁয় ১টি বিদেশী পিস্তল ও ১শ’ ইয়াবা ট্যাবলেটসহ ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আষাড়িয়ারচর বাসস্ট্যান্ড এলাকায় একটি খাবারের হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনিসুর রহমান ওই বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম উপজেলার আষাড়িয়ারচর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান অস্ত্র ও মাদক আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ