বন্দরে ব্রম্মপুত্র নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

বন্দরে  ব্রম্মপুত্র নদীতে থেকে ভাসমান অবস্থায়  অজ্ঞাত নামা (২২) বছরের এক নারী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ। গত ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কলাবাগস্থ ব্রম্মপুত্র নদী থেকে ওই মৃত দেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের ঘটনায় কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু করেছে।

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক উদয় জানান, এলাকাবাসী মাধ্যমে সংবাদ পেয়ে আমি ও আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসি। পরে ব্রম্মপুত্র নদী থেকে ২২ বছরের অজ্ঞাত নামা এক যুবতী নারী অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করি।

লাশের গায়ে  ছিল হলুদ ও লাল রং এর ছাপা কামিজ। লাশের গায়ে ও পিঠে আঘাতের চিহিৃত রয়েছে। এ ছাড়াও বাম পায়ের ক্বজি বিচ্ছিন্ন রয়েছে। ধারনা করা যাচ্ছে ৪/৫ দিন পূর্বে অজ্ঞাতনামা খুনিরা ওইা নারীকে অজ্ঞাত স্থানে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য ব্রম্মপুত্র নদীতে ফেলে দেয়।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ