শিল্প চর্চায় আদর্শ সমাজ গঠন সম্ভব: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, ‘আমাদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ সংস্কৃতি। গান মানুষের মধ্যে প্রাণের সৃষ্টি করে, শক্তি ও তেজের সৃষ্টি করে। মানুষকে পরিবর্তন করতে পারে শিল্পকলার চর্চা। এই চর্চা থাকলেই সমাজের মাদক দূর হবে। সমাজে শিল্পকলার চর্চা কম বলেই মাদক ছড়িয়ে পড়ছে। এই চর্চা বাড়াতে হবে। তাহলে আদর্শ সমাজ গঠন করা সম্ভব।’

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শায়েস্তা খাঁ সড়কে সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাবা-মাকে শ্রদ্ধা করা আমাদের সংস্কৃতি। আমাদের দেশে এখনও কোনো জিনিস বা হাত দিয়ে নয় ডান হাত দিয়ে দেই। এখনও শিক্ষককে নাম ধরে ডাকি না। মুরুব্বিরা আসলে উঠে দাঁড়াই। এখনও মুরুব্বি শিক্ষককে দেখলে পায়ে হাত দিয়ে সালাম করে। এটাই আমাদের সংস্কৃতি।’

ডিসি বলেন, ‘১৯৭৪ সালে শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন হৃদয়বান মানুষ তার সংস্কৃতিকে অন্তরে ধারণ করে। বন্দুক দিয়ে সব পারা যায় না। ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়। এ কারণেই অনুভব করেছিলেন আমাদের শিল্প ও সংস্কৃতি নিয়ে একটি জাতীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ডিসিগিরি করতে নয় কাজ করতে এসেছি। সব জায়গায় যাবো, সব মানুষের সাথে মিশবো। যেখানেই কাজ করার সুযোগ আছে সেখানেই কাজ করবো। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা প্রমূখ।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ