ঢাকাশনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

এখন রাজনীতি আছে তবে রাজনীতিবিদের খুব অভাব: শামীম ওসমান

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘এখন রাজনীতি আছে কিন্তু রাজনীতিবিদের খুব অভাব। মুখে রাজনীতিবিদ বলে কিন্তু আদতে কতটুকু রাজনীতিবিদ তা বোঝা মুশকিল। রাজনীতিকে অনেকে নিজের ব্যক্তিগত অবস্থান বৃদ্ধি করার হাতিয়ার ভাবেন। এই কারণে রাজনীতির নামে যা হয় তা রাজনীতি বলে মনে হয় না। আমি স্পষ্ট কথা বলি, মুখে আমার মধু কম। এজন্য অনেকে কিছু মনে করতে পারেন কিন্তু সত্য কথাই বলা উচিত।’

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বন্দরের মুছাপুর ইউনিয়নে একেএম শামসুজ্জোহার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘একটা সময় রাজনীতি করেছেন আমার বাবা, বড় ভাই সেলিম ও নাসিম ওসমান। উনারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মা ভাষা সৈনিক ছিলেন। রাজনীতি মানে ছিল সততা। মানুষ বলতো এই বাড়ির মানুষ রাজনীতি করে। তার মানে ওই বাড়ি সৎ লোকের বাড়ি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া পরিবারের ছেলে আমরা, খান সাহেব ওসমান আলীর নাতি। আবার ৭৫’র পরে একবেলা ভাত খেয়েছি, আরেক বেলা খাইনি। ইচ্ছে হলে আমার বাবা নারায়ণগঞ্জের অর্ধেক কিনে নিতে পারতো। এই ক্ষমতা তার ছিল। তিনি তা না করে উল্টো দিয়ে গেছেন। বিয়ের সময় আমার মাকে যে হীরামহল উপহার দিয়েছিল সে বাড়িও নিলামে উঠেছিল।’

শামীম ওসমান বলেন, ‘কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। আমার বাবা, মা, ভাইসহ মুক্তিযোদ্ধাদের কবরে শ্মশানের মাটি দেয়া হয়েছিল। আমি জানি, আমি শামীম ওসমান ইচ্ছা করলে কী করতে পারি। বড় ভাই সেলিম ওসমান রাগী মানুষ, উনি রাগ প্রকাশ করেন না। আর আমি রাগ করলে রাস্তায় রাগ হয়। আমি জানি ডাকলে ২-৪ লাখ মানুষ আসে কী আসে না। সহ্য করেছি, ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে বিচার দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যখন সংসদে ডেকে আমার সাথে কথা বলেন। আমি তখন বলেছিলাম যারা এ ঘটনা ঘটিয়েছে তারা যেন গোপনে আল্লাহর কাছে মাফ চায়। কোনো একজনকে সাক্ষী রেখে। যেন, হাসরের ময়দানে গিয়ে বলতে পারি, রাজনীতিতে আপস করিনি। এটাই আমার কষ্ট। তখন তিনি বলেন, চাচা কী তোমারই বাবা আমাদের কিছু না? তুমি কষ্ট পেও না। আমার কষ্ট লাঘব হয়েছে কিন্তু শেষ হয়নি।’

এই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশীদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত-ই-খুদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।