ভাষা সৈনিক শামসুজ্জোহার কবরে আ.লীগ ও অঙ্গ সংগঠনের শ্রদ্ধা

আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক, সাবেক গণ-পরিষদের সদস্য ও সংসদ সদস্য এ.কে.এম শামসুজ্জোহা ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে শোক র‌্যালি, তার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেছেন জেলা মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু নেতৃত্বে শোক র‌্যালিতে ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুর কাদির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন, পূজা উদযাপন কমিটির জেলা সাধারণ সম্পাদক শিখন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, আহম্মেদ কাউসার, মহানগর ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ডের সেলিম খান, ১৩নং ওয়ার্ডের শাহজালাল প্রধান , ইকবাল হোসেন, যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহিন, যুবলীগ নেতা রিয়েল, শাহজামাল, সোহেল, আনিছ, আমির, বোরান শরিফ ও রিয়েল প্রমুখ।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ