ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২০

আবু বকর সিদ্দিক
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বিগত কয়েক দিনে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২০জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ১শ’ ৭৬জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩২জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩শ’৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ৩৩হাজার ৯শ’ ৭৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নতুন করে আড়াইহাজারে ১জন, বন্দরে ০জন, এনসিসি এলাকায় ৮জন, রূপগঞ্জে ৪জন, সদর উপজেলায় ৭জন, সোনারগাঁও এলাকায় ০জন আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।