ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিসিকে জুট নিয়ে মারামারি : আটক ৩

আবু বকর সিদ্দিক
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পোশাক শিল্পের বর্জ্য (জুট) নেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতেনাতে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শিল্প অধ্যুষিত ফতুল্লার বিসিক এলাকায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- জুয়েল, লাবলু ও শামীম। তারা সকলেই ফতুল্লার এনায়েত নগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, জুট ব্যবসায়ী রিপন বিসিকের রপ্তানী মুখি একটি কারখানা থেকে জুট কিনছেলেন। এ সময় জুয়েলের নেতৃত্বে লাবলু ও শামীমরা ২ লাখ টাকা চাঁদার দাবি করেন। সেই টাকা না দিতে চাইলে রিপনের কর্মচারী অর্পূব (১৯)কে মারধর করা হয়। এ সময় হাতেনাতে ও জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করে। পরবর্তীতে ২ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, ‘আটককৃতদের এখনও জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুক ব্যবস্থার বিষয়ে পরবর্তীতে জানানো হবে’।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।