ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

কোন মানুষ ভ্যাকসিন বঞ্চিত হবে না : ফজর আলী

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় গোগনগর পুরান সৈয়দপুরে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদানের কর্মসূচী সারাদেশে পালিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) গোগনগর ইউনিয়ন পরিষদের পুরান সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে এলাকার লোকজন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন গ্রহন করে। এসময় গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের গোগনগর ইউনিয়ন বাসীকেও কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যাতে এ মহামারী থেকে আমরা সকলে সুরক্ষিত থাকতে পারি। আজকে ইউনিয়নে ২ হাজার ডোজ প্রদান করা হবে। এরপরেও যদি কেউ টিকা থেকে বাদ পড়ে সে ব্যাপারে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব। আমি চেষ্টা করছি, আমার এলাকার কোন মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ৭নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর হোসেন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মেম্বার নিলুফা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।