বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি‘তে জানুয়ারির সেরা প্রতিবেদক পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসান।
ফেসবুক আইডিতে নিজেই শনিবার (২৬ ফেব্রুয়ারি) একটি পোস্ট করে পুরস্কৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পাশাপাশি টেলিভিশনটির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত ২৭ জানুয়ারি চ্যানেলটিতে প্রকাশিত ‘২৩ বছর ধরে সাবলীলভাবে কসাইয়ের কাজ করে সংসার চালায় অন্ধ নাদিম’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র এক মাসে সাড়ে ৮ মিলিয়ন বার দেখা হয়েছে সেই সংবাদটিকে। একই সাথে ১৯ হাজার কমেন্ট ও সাড়ে ৪ লাখ লাইক পেয়েছে।
এছাড়া সংবাদটির তথ্য ও ভিডিও চিত্র ধারণে বেশ প্রশংসিত হয়েছেন আনোয়ার হাসান ও তার সহযোগী।
এ ব্যাপারে আরটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসান জানান, পুরস্কার পাওয়া বা তালিকায় নাম আসাই আনন্দের ব্যাপার। যারা পুরস্কার দেয়, তাদের উদ্দেশ্য থাকে কাজে অনুপ্রেরণা জোগানো। আর যে পায়, সে আনন্দিত হয়, আবার চিন্তিত হয়। চিন্তিত হয় এই কারণে, দায়িত্ববোধ বেড়ে যায়। যে নিউজটার জন্য পুরুস্কার পেয়েছি, সেই নিউজের পরামর্শ দিয়েছিলেন আরটিভির ডেস্ক ইনচার্জ রাসেল আহম্মেদ, আমি তার প্রতি কৃতজ্ঞ। একই সাথে আমি কৃতজ্ঞ আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান স্যার এবং উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।