নারায়ণগঞ্জের ফতুল্লায় এসএসসি পরিক্ষার্থী ছাত্রীকে অপহরনের অভিযোগে জুয়েল মাস্টার নামে কোচিং সেন্টারের শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ৮মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত জুয়েল (৪৫) ফতুল্লায়র মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন আলতাফ ভিলায় ভাড়া থেকে উইন্ডো নামে কোচিং সেন্টার পরিচালনা করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত সোমবার দুপুরে পরিক্ষার খাতা দেখানোর কথা বলে ফোন করে বাসা থেকে কোচিং সেন্টারে ডেকে এনে এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রীকে অপরন করেন জুয়েল মাস্টার। এরপর ছাত্রী বাসায় ফিরতে দেরি হওয়ায় ছাত্রীর বাবা মা জুয়েল মাস্টারকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি হুমকি দিয়ে বলেন এবিষয়ে কাউকে কিছু জানালে আপনাদের মেয়ের ক্ষতি হবে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করে ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।