ঢাকাশুক্রবার , ১১ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ভয় দেখিয়ে সিদ্ধিরগঞ্জে ফুটপাত থেকে চাঁদা উত্তোলন

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
মার্চ ১১, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের দক্ষিণ পাশে হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনের অবৈধ ফুটপাতের আধিপত্য নিয়ে আপন দুই ভাইয়ের চলমান বিরোধ চলাকালীন পুলিশের ভয় দেখিয়ে ফুটপাত থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (১১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযোগের সূত্র ধরে ওই মার্কেটের সামনের ফুটপাতের ব্যবসায়ী মিরাজকে ডেকে নিয়ে দুই ভাইয়ের ঝামেলায় না জড়ানোর কথা বলে চলে যাওয়ার পর দেলোয়ার দোকানদারকে ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করেছে বলে জানা গেছে। তবে, এ ব্যাপারে দেলোয়ারকে সহায়তার কথা অস্বীকার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ের দক্ষিন পাশের হাজী নেকবর আলী সুপার মার্কেটের সামনের ফুটপাতের আধিপত্য নিয়ে মার্কেটটির মালিকের দুই ছেলে দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি শেষ পর্যন্ত থানা পুলিশে গড়ায়। দুই ভাই একে অন্যের বিরুদ্ধে পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছেন। দেলোয়ারের অভিযোগটি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক এবং আনোয়ারের অভিযোগটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।

আনোয়ারের অভিযোগ, আজ দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মার্কেটের সামনে এসে ফুটপারে ব্যবসায়ী মিরাজকে ডেকে নিয়ে যায়। এ দিকে আমার বড়ভাই দেলোয়ার হোসেন ফুটপাত ব্যবসায়ীদেরকে ভয় দেখিয়ে চাঁদা উত্তোলন করেছে।

দেলোয়ার এ অভিযোগকে মিথ্যা দাবী করে বলেন, আমি আজ মার্কেটেই যাইনি। আমি কোন টাকা পয়সা উঠাই নাই।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানায়, দুই ভাইয়ের দ্বন্দ্ব নিয়ে থানায় পৃথক দু’টি অভিযোগ দিয়েছে শুনেছি। আমাদের পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক স্যার ছুটিতে রয়েছে। আমাদের ড্রাইভার হারুন ওই মার্কেটের সামনের ব্যবসায়ী মিরাজ নামে এক ব্যক্তিকে ডেকে বলেছে যে, অপারেশন স্যার ছুটিতে রয়েছে। তিনি আসলে বিষয়টি দেখবেন তুমি তাদের দুই ভাইয়ের ঝামেলায় জড়াইও না। কিন্তু পরে কি হয়েছে আমার জানা নেই।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।