ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

না.গঞ্জে মোস্তাকের বংশধররা দ্রুত এগিয়ে যাচ্ছে : শামীম ওসমান

আবু বকর
মার্চ ১২, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

আগে মার্চ মাসে বঙ্গবন্ধুর কথা বলা হতো, এই মার্চ মাসে স্বাধীনতার পক্ষের কথা বলা হতো।  যারা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর উপরে আঘাত আসলে খুশি হয়, বারবার হাত তালি দেন, বাংলাদেশে নতুন ষড়যন্ত্র আকাঁর চেষ্টা করেছে; তারাই এই মার্চ মাসে নারায়ণগঞ্জে এসে সরকার ও রাস্ট্রের বিরুদ্ধে কথা বলছে। মিটিং করছে। এই মার্চ মাসকে নারায়ণগঞ্জে কেউ কেউ বেছেঁ নিয়েছেন প্লটফর্ম হিসেবে।

শনিবার (১২ মার্চ) বিকালে বন্দরে এক কর্মীসভায় এ কথা বলেছেন নারায়ণগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

এসময় তিনি আরও বলেন, তাদের কথা বলায় আমার কোন আপত্তি নাই। আপত্তি সেই জায়গায়, আজকে তাদের নারায়ণগঞ্জে কে নিয়ে আসছেন? আমাদের ছাত্রলীগের সভাপতিও যদি মিটিং ডাকে, তাদের চেয়ে বেশি লোক হয়। তারা নারায়ণগঞ্জে এসে বলছেন, দেশে নাকি আরও একটি রাষ্ট্র গঠন হবে। তারা আমাদের নেতৃত্ব তুলনা করছেন আইয়ুব খানের সাথে। তারা বলছেন, ‘বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র’, তাতেও আমার কোন আপত্তি নাই। কিন্তু আপত্তি হয় তখন, যখন দেখি আমার মতোই কোন একজন সেই মঞ্চে দাঁড়িয়ে থেকে শুনছেন আবার বক্তব্য দিচ্ছেন। যারা তাদের নিয়ে আসছেন, তারা কারা? এরা খুব ভয়ঙ্কর। এরা খন্দকার মোস্তাকের বংশধর। নারায়ণগঞ্জে এই খন্দকার মোস্তাকের বংশধররা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটি প্লাটফর্ম তৈরি করতে যাচ্ছে? প্লাটফর্মটি কি, ঢাকার খুব সন্নিকট নারায়ণগঞ্জ; এটাই খুব বড় সমস্যা।

শামীম ওসমান আরও বলেন, বাংলাদেশের যে কোন আন্দোলনে, নারায়ণগঞ্জ সব সময় ভূমিকা রেখেছে। সেটা ৫২ হোক, আর ৬২ হোক, ৬৬, ৬৮ হোক কিংবা ৬৯ হোক না কেন। সেই নারায়ণগঞ্জটাকে যখন জাতির পিতার কণ্যা শেখ হাসিনার দরকার পরবে, ঠিক তার আগে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদের মনবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই মার্চ মাসে যারা নেত্রীর সর্ম্পকে বিষাদগার করে, পিছনের দড়জা দিয়ে ক্ষমতায় আসার জন্য, যারা অন্য দেশে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরে। মনে করে কুপোকাত করে ফেলবে। আমি মনে করি তা না, যদি তাই হতো- তাহলে বন্দরে কর্মীসভা কর্মীসভাই হতো, সমাবেশে পরিনত হতো না।

তিনি বলেন, ‘যারা খেলছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাতো ছোট বেলার খেলোয়ার। আপনাদের জন্য আমাদের পুরুষদের মাঠে নামা দরকার নাই; আমাদের মায়ের জাত নারীরাই যথেষ্ঠ।’

বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ’র সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকেন সাহা।

মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হক নিপু, এনসিসি ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি,  বন্দর উপজেলা যুবলীগের নেতা খান মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ।

 আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।