নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকা খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাড়ির প্রধান ফটকে বিস্ফোরণ হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ‘বিস্ফোরণের কারণ হাতবোমা (ককটেল)’।
নগরীর আলম খান লেন এলাকায় শুক্রবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে বাড়ির প্রধান ফটকে এই বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে প্ল্যাস্টিকের বোতল ও লাল স্কচটেপ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এতে কেউ হতাহত বা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘ত্বকী হত্যাকাণ্ডের প্রতিবাদে যারাই সোচ্চার ছিলেন, তাদের বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হতে হয়েছে। একই কারণে আমার বাসার সামনে বোমা হামলা চালানো হয়েছে বলে ধারণা করছি। খুনিরা এইভাবে ভয় দেখাতে চায়। কিন্তু এতে প্রতিবাদ থামবে না। ত্বকী হত্যার বিচারের দাবিতে আন্দোলন চলছে এবং এই বিচার হবে। খুনিরা অবশ্যই শাস্তি পাবে।’
পাশের বাসায় স্থাপিত একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৩৯ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি নগরীর আলম খান লেনে মাহবুবুর রহমানের বাসার সামনের গেটে একটি ব্যাগসদৃশ বস্তু রেখে যান। ওই ব্যক্তির পরনে হুডি জ্যাকেট এবং মুখে মাস্ক দেখা যায়। বস্তুটি রেখে নির্দিষ্ট দূরত্বে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ওই ব্যক্তি। এর প্রায় ১০ মিনিটের মাথায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভিডিও ফুটেজে ওই ব্যক্তির চেহারা স্পষ্ট দেখা যায়নি।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, ‘রাত ৩টার দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে পুলিশ প্ল্যাস্টিকের বোতল ও লাল স্কচটেপ আলামত হিসেবে সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘পুলিশ সেখানে কিছু স্কচটেপ প্যাঁচানো বস্তু পেয়েছে। কেউ একটা ককটেলের মতো সেখানে রেখে গিয়েছিল। এই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’