ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

না’গঞ্জকে অশান্ত করার চক্রান্তে লিপ্ত : খোকন সাহা

আবু বকর
মার্চ ১২, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোকন সাহা বলেছেন, নারায়ণগঞ্জে দুইএকজন তথাকথিত বুদ্ধিজীবি, যাদের পূর্বপুরুষেরা রাজাকার ছিলেন। স্বাধীনতা বিরোধী ছিলেন। তারা শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার চক্রান্তে লিপ্ত। আমি কারো নাম উল্লেখ করতে চাই না। আপনি কার মুখপাত্র হয়ে কাজ করছেন। কোন কিছু হলেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পরিবারকে উদ্দ্যেশ্য করে যাতা ভাবে কথা বলেন। মুখে লাগাম টেনে ধরেন। নয়ত নারায়ণগঞ্জের জনগণ আপনাদের জিব ছিড়ে শীতলক্ষ্যায় ফেলবে। শনিবার (১২ মার্চ) বন্দরের ২৩ নং ওয়ার্ডে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনাদের বোঝা উচিত শামীম ওসমান একজন সংসদ সদস্য। আর আপনার তো গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই। কিভাবে কথা বলতে হয় আগামীতে আশা করি শিখে নিবেন। নয়তো এর জবাব পেয়ে যাবেন।

খোকন সাহা ত্বকী হত্যার বিষয়ে বলেন, একটা বাচ্চা ছেলে নিহত হলো নারায়ণগঞ্জে। তদন্তই এখনো শেষ হলো না। খসড়া চার্জশিট উল্ল্খে করে আপনারা ওসমান পরিবারের সদস্যদের উপর আঙুল তুলেন। চার্জশিটের কখনো খসড়া হয় নাকি? চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিট তো আপনাদের হাতে থাকার কথা না। চার্জশিট কোথা থেকে পেলেন। আপনারা সঠিক তদন্ত করেন না। যারা বলেন, শামীম ওসমান ও তার পরিবারের অন্যান্যরা এই হত্যাকান্ডের সাথে জড়িত। আপনাদের পুলিশ রিমান্ডে পাঠানো দরকার। জিজ্ঞাসাবাদ করা দরকার, আপনারা কিভাবে জানলেন ত্বকী কিভাবে হত্যা হয়েছে। আপনারা একটা হত্যাকান্ডকে ভিন্নখাতে পরিচালিত করার কাজে লিপ্ত হয়েছেন। ত্বকী হত্যার বিচার চাই। নারায়ণগঞ্জের সকল হত্যাকান্ডের বিচার চাই।

তিনি আরো বলেন, আজকে ফেসবুকে দেখলাম তথা কথিত বুদ্ধিজীবির বাড়ির সামনে নাকি বোমা ফুটেছে। আগামীকাল আমাদের দিকে আঙুল দিয়ে বলবেন, ওনারা ফুটিয়েছে। এটা বললে আমরা আশ্চর্য হবো না।

এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানসহ বন্দর আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।