ঢাকাসোমবার , ১৪ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

ফতুল্লায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

আবু বকর
মার্চ ১৪, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লায় লামিয়া(১৫) নামক এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) দুপুরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় মৃত করিম শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ আব্দুল মতিন মিয়ার মেয়ে ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

ছাত্রীর বাবা আব্দুল মতিন মিয়া জানান, মেয়ে লামিয়া কোচিং শেষ করে দুপুর ২ টায় বাসায় এসে পরিক্ষার ফি দেওয়ার জন্য টাকা চায়। ২/৩ পর দিব ফি দেয়া হবে বলে জানালে নিহত লামিয়া পাশের রুমে চলে যায় কিছু ক্ষন পর তার কোন সারাশব্দ না পেয়ে পাশের রুমে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পায় যে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত লামিয়ার ঝুলন্ত দেহ। এরপর তাকে উদ্ধার করলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লামিয়া কে মৃত ঘোষনা করে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে রাত আটটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে। নিহত লামিয়ার মানষিক সমস্যা ছিলো বলে তিনি জানান।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।