ঢাকামঙ্গলবার , ১৫ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

চেয়ারম্যান পুত্রের বিরূদ্ধে মামলা

আবু বকর
মার্চ ১৫, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে ব্যবসায়ী শত্রুতার জের ধরে ধামগড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার সফুরউদ্দিন ভূইয়াকে (৫৫) নির্যাতন করে গুরুতর আহত করা সহ ৩০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হয়েছে। ধামগড়ের চেয়ারম্যান মাকসুদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান শুভসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। ১৪ মার্চ সোমবার রাতে আহত মেম্বারের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আহত হাজী সফুর উদ্দিন মেম্বার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালিভিটা এলাকার মৃত শমসের আলী ভূইয়া ছেলে।

জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সফুরউদ্দিনের সাথে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান শুভ সহ অন্যদের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী বিরোধ চলছিল। ১৪ মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় মেম্বার হাজী সফুউদ্দিন প্রয়োজনীয় কাজে কামতাল মালিভিটা সাকিনস্থ টোটাল ফ্যাশনে আসলে ওই সময় খবর পেয়ে শুভর নেতেৃত্বে চিড়াইপাড়া এলাকার মৃত খালেক সরদারের ছেলে আমিনুল, যুগিপাড়া এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে জরিফ, চিড়াইপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে রানা একই এলাকার মৃত আব্দুল বাক্কি মিয়ার ছেলে হানিফা, কামতাল এলাকার মৃত মোসলেম মিয়ার ছেলে সোবাহান, যুগিপাড়া এরাকার মৃত কালু মিয়ার ছেলে অন্তর, চিড়াইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে খাইরুল, যুগিপাড়া এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে সাইফুল ও মালিবাগ এলাকার নুরুল হক মিয়ার ছেলে নাদিমসহ অজ্ঞাত নামা ১৮/২০ জন সন্ত্রাসী পিস্তল, রাম দা, ছুরি, হকিস্ট্রিক ও লোহার পাইপসহ বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে টোটাল ফ্যাশনে প্রবেশ করে।

ওই সময় শুভ স্থানীয় মেম্বার হাজী সফুউদ্দিনকে টোটাল ফ্যাশন থেকে কালো গাড়ী যোগে অপহরণ করে ইকবাল মিয়ার একটি পরিত্যাক্ত পেপার মিলে নিয়ে নির্যাতন করে। ওই সময় তার ডাক চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী মধ্যে সফিকুল, আব্দুল গাফ্ফার, সিরাজুল মিলে মেম্বার হাজী সফিউদ্দিন বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় উল্লেখিত সকল সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে জখম করে। লোক মারফতে সংবাদ পেয়ে আহত মেম্বারের ছেলে জাহাঙ্গীর নিশান এক্স নামে একটি প্রইভেটকার নিয়ে ঘটনাস্থলে ভাংচুর করে ৯০ হাজার টাকা ক্ষতি সাধন করে পালিয়ে যায়।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সন্ত্রাসী হামলায় স্থানীয় মেম্বার আহতের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।