নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বুধবার (১৬ মার্চ) রাতে এ কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নতুন এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।