জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নগরীর দুই নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।
শুরুতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পস্তক করেন মেয়র আইভী। এই সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, কাউন্সিলর আনোয়ার ইসলাম, মনিরুজ্জামান মনির, কামরুল হাসান মুন্না, শাহিন মিয়া, মিজানুর রহমান খান রিপন, নূর উদ্দিন মিয়া, শাওন অংকন, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, আলমগীর হীরণ, পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল প্রমুখ।এরপর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে পালাক্রমে পুষ্পস্তবক অর্পন করেন ডা. সেলিনা হায়াৎ আইভী।