টানা তিন দিনের ছুটিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম অংশে প্রায় ২,৫ কিলোমিটার জুড়ে ধীরে ধীরে যাচ্ছে গাড়ী । এতে ভোগান্তিতে পড়েছে চালক এবং যাত্রীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে কাচপুর ব্রীজের পশ্চিম অংশ পর্যন্ত গাড়ীর ধীরগতির কারনে অনেক যাত্রী বাসায় ফিরে যাচ্ছেন। এছাড়া বাস চালক হেল্পাররা বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত গিয়ে এমন দৃশ্যের দেখা যায়।
চট্টগ্রামগামী যাত্রী ফাহাদ হোসেনের সাথে কথা বলে জানা যায়, সাইনবোর্ড থেকে চট্টগ্রামের বাস ভাড়া এখন ৫৫০ টাকা কিন্তু আজকে অনেক মানুষ থাকায় বাসের হেল্পাররা ৭০০ টাকা করে চাচ্ছে। তাছাড়া রাস্তায় গাড়ী অনেক ধীরে ধীরে যাচ্ছে।সাইদুল নামে এক যাত্রী জানান, আমি কুমিল্লার দাউদকান্দি যাবো। অনেক্ষন ধরে অপেক্ষা করছি কিন্তু বাসের সিট পাচ্ছি না আজকে ঢাকা থেকে সব বাস ভড়ে আসছে। তারপরেও কিছু বাসে দাড়িয়ে যাত্রী নিচ্ছে কিন্তু ভাড়া বেশি চাচ্ছে।
গার্মেন্টস কর্মী জামেনা বেগম জানান, অফিস থিকা তিন দিন ছুটি দিছে আমারে। আমি মারে দেখতে একটু বাইত যামু কিন্তু হেই সকালতে এনো ( বাস স্টান্ড) খারায় আছি বাস খালি পাই না আর আইজকা আমি বাইত জামু আর আইজকাই দেহি বাস কিয়ের আস্তে আস্তে চলে। কদ্দুর আগে বাড়ির রাস্তার একটা বাস পাইছিলাম হেই বাস ওলাবেডারা আমারত্তে ভাড়া বেশি চায় এইল্লিগা আর উডি নাই, তয় আইজ্জা রাইত অইলেও আমি বাড়িত যামুই।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, গতকাল রাতে মদনপুরে একটি সড়ক দুর্ঘটনা হয়। যার ফলে এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। এছাড়া টানা তিনদিনের ছুটি থাকায় মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। তবে আশা করছি দুপুরের আগেই যানজট কমে যাবে। যানজট নিরসনে আমাদের পুলিশের টিম কাজ করে যাচ্ছে। এছাড়া যারা বাড়তি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কঠিন একশনে যাবো।