ঢাকারবিবার , ২০ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রান্তের দাফন সম্পন্ন

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
মার্চ ২০, ২০২২ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বন্ধুদের সাথে ভারতের ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ফতুল্লার লালপুরের নাঈমুর রহমান প্রান্ত(২৪) এর লাশ ফতুল্লার লালপুরস্থ নিজ বাড়ীতে নিয়ে আসা হয়েছে। রোববার (২০ মার্চ) ভোর পাঁচটার দিকে সড়ক পথে ফতুল্লার লালপুরস্থ নিজ বাড়ীতে নিহত নাঈমুর রহমান প্রান্তের মৃত দেহ এসে পৌছায়। সকাল আটটায় লালপুর বাইতুল আশরাফ জামে মসজিদে নিহতের জানাযা শেষে লালপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার দুপুর তিনটায় গোয়ায় সড়ক  দূর্ঘটনায় আহত  ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের ছেলে তাইহান তাবাচ্ছির সোয়াদ  নিজ বাড়ীতে ফিরে আসে।  সড়ক দূর্ঘটনায় আহত আলী আকরাম  আকিব ও সহোদর আলী আরমান আদিব ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

উল্লেখ্য যে চলতি মাসের ১৪ তারিখ রাত তিনটার দিকে ভারতের  গোয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত হয় ফতুল্লার লালপুরের সিঙ্গাপুর প্রবাসী কামালের পুত্র ও আমেরিকান ইউনিভার্সিটির বি,বি,এর দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈমুর রহমান প্রান্ত। এ সময় আহত হয় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পুত্র তাইহান তাবাচ্ছির সোয়াদ (২৫) ও ফতুল্লা থানা গেইট সংলগ্ন আমীর আলী সুপার মার্কেটের মালিক মৃত জহিরুল আলমপর ছেল আলী আকরাম  আকিব (২৬) ও তার ছোট ভাই আলী আরমান  আদিব (২২)।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।